সাধারণতন্ত্র দিবস নিয়ে পোস্ট করাই হল কাল! স্থায়ী ভাবে বাতিল হল অভিনেত্রী স্বরা ভাস্করের এক্স হ্যান্ডল (X)। বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় অভিনেত্রী। একাধিক বিষয় নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করার আগেও পিছপা হন না তিনি। যার কারণে বহুবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে বলি তারকাকে। এ বারও প্রতিবাদী পোস্টের জেরে বিপাকে পড়লেন স্বরা।
দু’দিন আগেই সাধারণতন্ত্র দিবস নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। এই পোস্টটিকে ঘিরে স্বত্বাধিকার সংক্রান্ত অভিযোগ আসে এক্স হ্যান্ডলের তরফ থেকে। আর তার পরেই বাতিল হয়ে যায় অভিনেত্রীর অ্যাকাউন্ট। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন বলিউডের তারকা।
সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বরা। অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় এক্স, আমার পোস্ট করা দু’টি ছবিকে ঘিরে স্বত্বাধিকার লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আপনাদের পক্ষ থেকে আমার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কিন্তু কী এমন পোস্ট করেছিলেন তিনি? এক্স-এর দিকে আঙুল তুলে স্বরা নিজেই লেখেন, “আমার পোস্ট করা একটি ছবিতে কমলা রঙের উপর দেবনগরী ভাষায় লেখা ছিল, ‘গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়’। এ তো আন্দোলনের সকলেরই অতি পরিচিত স্লোগান। আমার প্রশ্ন হল, এর মধ্যে স্বত্বাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ কোথা থেকে আসছে?”
এখানেই শেষ নয়, স্বরার অভিযোগ, তাঁর পোস্ট করা দ্বিতীয় ছবিটি ছিল তাঁর কন্যার। তাতেও কেন আপত্তি থাকতে পারে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের? সরাসরি প্রশ্ন ছোড়েন নায়িকা, ‘দ্বিতীয় ছবিটি ছিল আমার নিজের কন্যার। ওর মুখ ঢেকে দিয়েছিলাম একটি ইমোজি দিয়ে। হাতে ভারতের জাতীয় পতাকা ছিল। আর লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এটা কী ভাবে স্বত্বাধিকার লঙ্ঘন হতে পারে? এই দু’টো অভিযোগই খুব হাস্যকর এবং ভিত্তিহীন।’
পাশাপাশি অভিনেত্রীর মতে তাঁকে হেনস্থা করার জন্যেই তাঁর এক্স হ্যান্ডল বাতিল করে দেওয়া হয়েছে।