Sunday, September 24, 2023
Homeকলকাতাসাধারণতন্দ্র দিবসের ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় , আগুনের গ্রাসে গ্যারাজ ও সংলগ্ন...

সাধারণতন্দ্র দিবসের ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় , আগুনের গ্রাসে গ্যারাজ ও সংলগ্ন আট-দশটি ঘর

সাধারণতন্দ্র দিবসের ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। এবার আগুনের গ্রাসে কড়েয়া থানা এলাকার একটি গ্যারাজ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যারাজ সংলগ্ন আট-দশটি ঘর। দমকলের ৪টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় কড়েয়ার গুরুসদয় রোডের একাংশ। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা দেখেন দাউদাউ করে জ্বলছে সেখানকার একটি গ্যারাজ। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় গ্যারাজ। আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বেশ কয়েকটি ঘরেও। এরপর দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতাকে শান্ত করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলের আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জানা গিয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরগুলি। ফলে সাধারণতন্দ্র দিবসের সকালে গৃহহীন বেশ কয়েকটি পরিবার। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, কী থেকে অগ্নিকাণ্ড তা আগুন পুরোপুরি নেভার পরই বলা যাবে। সেইসঙ্গে খতিয়ে দেখা হবে ওই গ্যারাজে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments