সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। জানা গেছে, পীযূষ সেন নামে ওই ব্যক্তি নিজের মার্সেডিজ গাড়িতে ড্যানিয়েলের নম্বর লাগিয়ে ঘুরছিলেন অনেকদিন ধরেই। বুধবার মুম্বইয়ের ভার্সভা থানার পুলিশ একদিনের জন্য হেপাজতে পেয়েছে তাকে।
পুলিশ সূত্রে খবর, ২০২০ সেপ্টেম্বরে অভিযোগ দায়ের করেছিলেন ড্যানিয়েল। ট্রাফিক আইনভঙ্গ করায় বেশ কিছু ই-চালান পৌঁছয় তাঁর কাছে। কিন্তু ড্যানিয়েলের দাবি, তিনি কখনওই ট্রাফিক আইন ভাঙেননি। এরপর অনুসন্ধানে নামে পুলিশ। অবশেষে পাকড়াও করা পীযূষকে।