Wednesday, June 7, 2023
HomeUncategorizedসালমানের সাথে সম্পর্কের জেরে জীবনে ও কেরিয়ারে কুপ্রভাব, বলিউড বাদশা শাহরুখের সঙ্গে...

সালমানের সাথে সম্পর্কের জেরে জীবনে ও কেরিয়ারে কুপ্রভাব, বলিউড বাদশা শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ হারান ঐশ্বর্যা

সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক ৯০-এর দশকের শেষের দিকে ভীষণ ভাবে আলোচিত হয়েছিল। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ের সময় তাদের প্রেম ফুটে ওঠে। সেসময় তারা প্রায়শই শিরোনামে থাকতেন। এমনকি একটি প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কথা বলা একজন পরিচালকের সঙ্গে ঝামেলাও করেছিলেন সালমান, রাগের মাথায় মেরে দেন চড়। যদিও এসব কিছুর ফল ভোগ করতে হয় ঐশ্বরিয়াকে, তার ক্যারিয়ারে কুপ্রভাব ফেলে ঘটনাটি। হাতছাড়া হয় একাধিক ফিল্মের চুক্তি।

ঐশ্বরিয়ার প্রতি সালমানের অধিকারবোধের অনুভূতি চরম পর্যায় পৌঁছায় এবং পাশাপাশি তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। তার বিরুদ্ধে ঐশ্বরিয়াকে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, অভিনেত্রী প্রথমে এবিষয়ে মুখ না খুললেও পরে নিশ্চিত করেন। যদিও ভাইজান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সালমানের সাথে খারাপ অভিজ্ঞতার পর ঐশ্বরিয়া হতাশা প্রকাশ করেছেন এই ঘটনার ফলে যে তিনি শাহরুখ খানের সাথে পাঁচটি সিনেমা মিস করেছেন। শাহরুখের সাথে ‘বীর জারা’, ‘চলতে চলনা’, ‘মে হুন না’, ‘পহেলি’ এবং ‘মুন্না ভাই এমবিবিএস’-এর মতো বিভিন্ন ছবিতে তার কাজ করার কথা ছিল। সিমি গারেওয়ালের চ্যাট শোতে এই ঘটনা নিয়ে আলোচনা করেন অ্যাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments