Wednesday, June 7, 2023
HomeUncategorizedসালমান ছাড়াও লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে আরো নয় জন রয়েছে, দাবি করলেন...

সালমান ছাড়াও লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে আরো নয় জন রয়েছে, দাবি করলেন গোয়েন্দারা

 

 

শুধু সালমান খান নয় লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছে আরও ১০ জন। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএফ কে তার হিট লিস্টে থাকা বাকি নামগুলো তিনি জানিয়েছেন। যদিও সেই তালিকায় প্রথমেই রয়েছেন সালমান খান। সালমানকে একের পর এক প্রাণ হানির হুমকি দেয়া হচ্ছে কখনো ফোন করে কখনো ইমেইলে আবার কখনো লেটার বক্সে চিঠি পাঠিয়ে তাই তার জন্য আরো বেশি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি এখন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন। এমনকি তিনি বন্দুক রাখার লাইসেন্সও পেয়েছেন।

 

সালমান ছাড়া আরো যারা এই তালিকায় রয়েছেন তাদের নাম-

১) শগুনপ্রীত

২)মনোদীপ ধালিওয়াল

৩) কৌশিক চৌধুরী

৪)অমিত ডাগর

৫) সুখপ্রীত সিং বুদ্ধো

৬) লাকি পাতিওয়াল

৭)রুমি মাসানা

৮) গুরপ্রীত শেখো

৯) ভোলু সোটার অনিল লাঠ

 

এবারে সালমান খানের আইনজীবীকে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। কয়েকদিন আগে সেই চিঠিটি পাওয়া গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments