থালা.. থালা.. থালা..
সিএসকে’র হয়ে খেলতে চেন্নাই এলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর যে বিকল্প হয় না। চেন্নাই ভক্তকূলের ‘থালা’ ডাকটাই তাঁর ভীষণ পছন্দের। চেন্নাইতে এলে আবেগে ভেসে যান ভারতের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। ২৩ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ চেন্নাইয়ের। ৪৩ বছরের মাহি পুরোদস্তুর ফিট হয়েই নামবেন। এবার চার কোটি টাকায় খেলবেন তিনি। বেতন কমেছে, কিন্তু আবেগ কমেনি। ভক্তদের জন্যই আরও এক মরসুম ব্যাট হাতে নামবেন মহেন্দ্র সিং ধোনি।