More
    Homeখেলাসিডনি টেস্টে চোট পেলেন বুমরাহ..

    সিডনি টেস্টে চোট পেলেন বুমরাহ..

    সিডনি টেস্টে ভারতীয় দলে অঘটন। ছোট পেলেন জসপ্রীত বুমরা। ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠের বাইরে ভারতীয় পেসার জশপ্রীত বুমরা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রোহিত শর্মা এই টেস্টে না খেলায় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। চোটের জন্য এ বার ছিটকে গেলেন দ্বিতীয় দিনের খেলার মাঝেই। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি।

    মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। পায়ের চোটের পুরনো সমস্যাই ফের চাড়া দিয়ে উঠেছে বুমরার, এমনটাই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments