More
    Homeবিনোদনসিতারে জমিন পর' নিয়ে বড় ঘোষণা আমির খানের! কবে মুক্তি পাচ্ছে এই...

    সিতারে জমিন পর’ নিয়ে বড় ঘোষণা আমির খানের! কবে মুক্তি পাচ্ছে এই ছবি?

    ‘সিতারে জমিন পর’ নিয়ে বড় ঘোষণা আমির খানের! কবে মুক্তি পাচ্ছে এই ছবি? কত দিন আর অপেক্ষায় দিন গুণতে হবে ভক্তদের? ‘তারে জমিন পর’-এর পর ‘সিতারে জমিন পর’ ছবিতে অভিনেতাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন আমির ভক্তরা। তবে মুক্তির দিনক্ষণ নিয়ে নানান জল্পনা চলছিল নেট পাড়ায়। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নিজেই দিনক্ষণ ঘোষণা করলেন অভিনেতা। তিনি জানিয়েছেন, চলতি বছরের একেবারে শেষে বড়দিন উপলক্ষেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। সম্প্রতি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমির। সেখানেই অভিনেতাকে প্রশ্ন করা হয় ‘সিতারে জমিন পর’ ছবির কোনও অংশ গুজরাটে শুটিং হয়েছে কি না? উত্তরে আমির জানান, ”সিতারে জমিন পর’ হল ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল আর এই ছবির ক্লাইম্যাক্স শুট হয়েছে গুজরাটের ভদোদরায়।” আমির জানান গুজরাটের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা বলেন, “আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবার অনেক ছবির শুটিং হয়েছিল গুজরাটে। ছোটবেলায় মাঝেমধ্যেই গুজরাটে আনাগোনা ছিল আমার।” আমির জানান, সেই সময় তাঁর বয়স মাত্র ১২। যদিও বর্তমানে অনেকটাই পাল্টেছে ভদোদরা। তবে ছোটবেলার স্মৃতি এখনও অমলিন অভিনেতার কাছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments