সিনিয়র দল যতই হতাশজনক পারফরম্যান্স করুক, ভারতীয় ফুটবলে আশার আলো দেখাচ্ছে জুনিয়ররা। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গ্রুপপর্বেও বাংলাদেশকে ১-০ গোলে হারায় ভারত। একদিকে যখন ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে এসে বিধ্বস্ত হচ্ছে বাংলাদেশ, অন্যদিকে ফুটবলেও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও, ভারতীয় জুনিয়রদের কাছে পরাস্ত হতে হল জুনিয়র বাংলাদেশকে।ফাইনালে দ্বিতীয়ার্ধেই ২ গোল করে ভারত। প্রথম গোলটি করেন মহম্মদ কাইফ। একেবারে শেষলগ্নে ব্যবধান বাড়ান মহম্মদ আরবাস।