More
    Homeবিনোদনসিনেমার পর্দাতেও ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুম্বন খুবই গুরুত্বপূর্ণ

    সিনেমার পর্দাতেও ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুম্বন খুবই গুরুত্বপূর্ণ

    “আজ ঠোঁটের কোলাজ,থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম।” চলছে ভালবাসার সপ্তাহ। ক্যালেন্ডার বলছে, আজ ১৩ ফেব্রুয়ারি, তালিকা অনুযায়ী ‘চুম্বন দিবস’। যা প্রেমিক-প্রেমিকা বা দম্পতিদের মধ্যে অন্যতম একটি প্রেম বিনিময়ের মাধ্যম। সিনেমার পর্দাতেও ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে চুম্বন খুবই গুরুত্বপূর্ণ। বড়পর্দায় নজরে আসে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এমন বহু দৃশ্য যা ব্যক্তিগত ভাবে দাগ কেটে যায় অনুরাগীদের মনে।

     

    ‘আশিক বানায়া আপনে’-

    বলি ইন্ডাস্ট্রিতে চুম্বনের দৃশ্যের কথা যদি বলতেই হয়, তবে প্রথমেই মনে পড়ে বলি-অভিনেতা ইমরান হাশমীর নাম। যাঁর বেশিরভাগ ছবিতেই রয়েছে চুম্বনের দৃশ্য। যাঁকে বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামে আখ্যা দেওয়া হয়। তবে জানা গিয়েছে, ২০০৫ সালে পরিচালক আদিত্য দত্ত পরিচালিত ‘আশিক বানায়া আপনে’ ছবিতে চুম্বনের দৃশ্যে লিপ্ত হতে দেখেই অনুরাগীরা ‘সিরিয়াল কিসার’ নাম দিয়েছেন তাঁকে। তবে চুম্বন দৃশ্যে প্রথম তাঁকে দেখা গিয়েছিল সহ-অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে ‘মার্ডার’ ছবিতে।

    ‘যাব তাক হ্যায় জান’- জানেন কি ঠিক কোন ছবিতে কার সঙ্গে প্রথম চুম্বনের দৃশ্য করেছিলেন বলিউডের কিং খান? ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন ক্যাটরিনা কইফ। তাঁর সঙ্গেই প্রথম চুম্বন দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে।

    ‘হে রাম’-

    অভিনেত্রী রানী মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘হে রাম’ ছবিতে কমল হাসনের সঙ্গে তাঁর চুম্বনের অনুভূতি ছিল পুরোপুরি যান্ত্রিক। কারণ অভিনেতা নাকি বারবার ক্যামেরার ‘অ্যাঙ্গেল’ দেখতে ব্যস্ত ছিলেন। তাই সেই আবেগ নাকি অনুভূতই হয়নি তাঁর সঙ্গে।

    ‘কারমা’-

    চুম্বন দৃশ্যের জনপ্রিয়তা বলিপাড়ায় আজ থেকে নয়, ছিল কয়েক দশক আগে থেকেই। ভারতীয় সিনেমায় প্রথম চুম্বনের দৃশ্য শুট হয়েছিল ১৯৩৩ সালের ‘কারমা’ ছবিতে। চুম্বনের দৃশ্যটি হয়েছিল দেবিকা রানী এবং তাঁর স্বামী হিমাংশু রায়ের মধ্যে, যিনি ছবিটি পরিচালনা করেছিলেন

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments