More
    HomeUncategorizedসিনেমা হলে নাছে উম্মত্ত দর্শকবৃন্দ, ওপার বাংলায় মুক্তি পেল 'পাঠান '

    সিনেমা হলে নাছে উম্মত্ত দর্শকবৃন্দ, ওপার বাংলায় মুক্তি পেল ‘পাঠান ‘

     

     

    শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি মুক্তি পেল বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন বলিউড ছবি রিলিজ করলো ওদেশে। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে বলিউডের একটিও ছবি মুক্তি পায়নি। তবে এক্ষেত্রে গল্পটা ছিল একটু অন্যরকম, জানুয়ারি মাস থেকেই ছবি প্রযোজনা সংস্থা বদ্ধপরিকর ছিল ছবিটি রিলিজ করানোর ব্যাপারে।

     

    সমস্ত নিয়মের বেড়াজাল টপকে, অবশেষে গত শুক্রবার সমগ্র বাংলাদেশ জুড়ে মুক্তি পেল ‘পাঠান’। প্রথম দিনই হাউসফুল। সিনেমা হলে নজরে আসছে শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস। তারাও অনেকদিন থেকে অপেক্ষা করছিলেন ছবিটির মুক্তির জন্য। সিনেমা হলের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে তো দেখা যাচ্ছে এক তরুণীকে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নৃত্য করতে।

     

    বিশেষ সূত্রে খবর থেকে জানা গিয়েছে, বাংলাদেশ বলিউডের ছবি নিষিদ্ধ হওয়ার মূল কারণ ছিল দেশের বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে বাঁচানো। বাংলাদেশী কর্তাদের সেই আশঙ্কা যে কতটা সত্যি তা প্রমাণ হল, ‘পাঠান’ হলে আসার প্রথম দিনেই। উল্লেখ্য দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments