More
    Homeসিনে দুনিয়াসিনেমা হলে ১০০ শতাংশ দর্শক আসন ক্ষমতার অনুমতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে...

    সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক আসন ক্ষমতার অনুমতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে ,তামিলনাড়ু সরকারকে নির্দেশ কেন্দ্রের

    সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক আসন ক্ষমতার অনুমতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে তামিলনাড়ু সরকারে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটবার দু-দিনের মাথাতেই একথা পরিষ্কারভাবে জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র সরকারের গাইডলাইন অনুসারে এখনও পর্যন্ত সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকেরই ঢোকবার অনুমতি রয়েছে। সেই নিয়ম দেশের সব রাজ্যে চালু থাকবে জানাল কেন্দ্র।

    ‘ সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটারের দর্শক আসন সংখ্যা ৫০% থেকে বাড়িয়ে ১০০% করবার তামিলনাড়ু সরকারের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা লঙ্ঘন করে। ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় ঘোষিত কেন্দ্রের কোনও নির্দেশিকা লঙ্ঘন করতে পারবে না রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল’, বুধবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিবৃতিতে একথা জানাল স্বারাষ্ট্রমন্ত্রক।  এই মর্মে গত ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে সেটি মেনে চলতে হবে তামিলনাড়ু সরকারকে।

    করোনা আবহে দীর্ঘ সাত মাস তালাবন্ধ থাকবার পর গত ১৫ অক্টোবর থেকে তালা খুলেছে সিনেমা হলের। তবে অতিমারীর কারণে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে প্রেক্ষাগৃহে, যার মধ্যে অন্যতম সিনেমা হলের আসন সংখ্যা এখন ৫০% নামিয়ে আনা হয়েছে। অর্থাত্ ক্ষমতার মাত্র ৫০% টিকিটই বিক্রি করতে পারবেন হল মালিকরা, যাতে সামাজিক দূরত্ববিধি বজায় রাখা যায়। এর জেরে টিকিটের দাম বাড়িয়েও সুবিধা করতে পারছেন না মাল্টিপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিন থিয়েটারের মালিকরা। বেশ কিছু থিয়েটারের ঝাঁপ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments