Thursday, October 5, 2023
Homeকলকাতাসিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার পাঁচজন

সিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার পাঁচজন

সিবিআই অফিসার সেজে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হল পাঁচজন। অভিযুক্তদের গ্রেফতার করে নিউ-টাউন-ইকো-পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর গতকাল মধ্যরাতে নিউ টাউন আকাঙ্খা মোড়ের কাছে নিজেদেরকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে গরুর গাড়ি থেকে টাকা তুলতে গিয়ে পাঁচ জন ব্যক্তি কে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ।

হুগলি থেকে একটি গরুর গাড়ি যখন আসছিল সেই সময় গরুর গাড়ি টিকে লক্ষ্য করতে করতে আকাঙ্ক্ষা সিগন্যালের কাছে আটকায় তারা। নিজেদেরকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। বেশ মোটা অংকের টাকা তারা চেয়েছিল বলে জানা গিয়েছে। গরুর গাড়ির লোকজন তারা বলেন আমাদের সমস্ত কাগজপত্র বৈধ আছে, এরপরে তর্ক-বিতর্ক যখন শুরু হয় তখন ইকো পার্ক থানার পুলিশের টহলদারি গাড়ি সেখানে পৌঁছে যায় ।

এবং সমস্ত ঘটনা জানার পরে তারা জানতে পারেন নিজেদেরকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে টাকা তোলার চেষ্টা চালাচ্ছিল ওই ৫ ব্যক্তি। আদতে তারা কেউই সিবিআই অফিসার নয় ।এর পরেই পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments