Thursday, October 5, 2023
Homeজাতীয়সিবিএসই-এর তরফে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের সূচিতে...

সিবিএসই-এর তরফে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের সূচিতে বদল

সিবিএসই-এর তরফে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের সূচিতে বদল ঘটেছে। পরিবর্তিত নির্ঘণ্ট সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। যদিও পরীক্ষা শুরুর দিন একই রাখা হয়েছে। শুক্রবার সংশোধিত নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে গিয়ে তা দেখা যাবে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৪ মে থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ৪ মে শুধুমাত্র কন্নড়, ওড়িয়া এবং লেপচা ভাষার পরীক্ষা রয়েছে। ৬ মে ইংরেজি দিয়ে শুরু হবে দশমের প্রধান বিষয়গুলির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত। পুরনো সূচিতে বিজ্ঞানের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা থাকলেও ওইদিন হবে না। তার পরিবর্তে ২১ মে নেওয়া হবে বিজ্ঞানের পরীক্ষা। অঙ্ক পরীক্ষা ২১ মে হওয়ার কথা থাকলেও সেটিরও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অঙ্ক পরীক্ষা হবে ২ জুন। সংশোধিত নতুন সূচি অনুযায়ী, দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে ৪ মে।

প্রথম দিন ইংরেজি পরীক্ষা দিয়ে। ১৪ জুন শেষ হবে দ্বাদশের পরীক্ষা। পুরনো সূচি অনুযায়ী ফিজিক্স পরীক্ষা ১৩ মে হওয়ার কথা থাকলেও তার বদলে ৮ জুন হবে ফিজিক্সের পরীক্ষা। পুরনো সূচি অনুযায়ী দ্বাদশের ভূগোল পরীক্ষা ২ জুনের পরিবর্তে ৩ জুন নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments