More
    Homeবিনোদনসিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর!

    সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর!

     

    সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে তাঁর ছবি। মুম্বই পুলিশই প্রকাশ করেছে সেই ছবি। আঁচড়ানো চুল, ক্লিন শেভড। তার পরনে কালো রঙের হাফ-হাত শার্টের সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ। রয়েছে ব্যাগও। সইফের সন্তানদের ঘরে ঢুকে পড়ে তারা। পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাতেই ঘুম ভেঙে যায় অভিনেতার। কার্যত দৌড়ে ঘরে ঢোকেন তিনি। এরপরই ধস্তাধ্বস্তি। কমপক্ষে পরপর ৬ বার ছুরির আঘাত করা হয় বলিউড অভিনেতাকে। তারপরই সে পালায়। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা হাজির হয়েছে বান্দ্রার আবাসনে। দেখা গিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও গেছেন। স্নিফার ডগও হাজির। দেখা গেছে এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েককেও। পুলিশের তরফে ১০টি টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে। শুরু হয়ে তল্লাশি। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments