এবার সারা দেশের গাড়ি চালকদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। এই মর্মে পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া সংক্রান্ত মোট ১৮ টি কাজ করতে আর আরটিও অফিস যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে আধার কার্ডের মাধ্যমেই করা যাবে কাজগুলি। করোনা পুরোপুরি এখনও দেশ থেকে যায়নি তাই কন্ট্যাক্টলেস ব্যবস্থার উপর জোর দিচ্ছে কেন্দ্র। দেশের সর্বত্র আরটিও অফিসে এই কাজগুলি করার জন্য ভিড় লেগেই থাকে আর সেই ভিড় থেকেই নতুন করে ছনিয়ে পড়তে পারে করোনা সেই আশঙ্কা করেই আরটিও অফিসের বদলে ঘরে বসেই কাজগুলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে গাড়ির সাময়িক রেজিস্ট্রেশনও করা যাবে। লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, ডুপ্লিকেট লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সে ঠিকানার পরিবর্তন, সাময়িক রেজিস্ট্রেশন, গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদন, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ছাড়াও গাড়ি সংক্রান্ত আরও পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন কাজ আধার অথেনটিকেশনের মাধ্যমেই করা যাবে।