Sunday, September 24, 2023
Homeকলকাতাসুখবর! বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর সংখ্যা,পরিবর্তন সময়সূচির

সুখবর! বাড়ানো হচ্ছে কলকাতা মেট্রোর সংখ্যা,পরিবর্তন সময়সূচির

কলকাতাবাসীর জন্য সুখবর। বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। যারফলে বাড়বে সময়, আরও সহজ হবে মেট্রোয় যাত্রা। ৭ ডিসেম্বর সপ্তাহের প্রথম দিন থেকে বাড়বে মেট্রো । আনলক পর্ব কাটিয়ে মেট্রো চালানোর পর এতদিন শহরের বুকে চলত ১৯০ টি মেট্রো। সময়েরও পরিবর্তন করা হয়েছে। এখনও পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে সকাল ৮টা থেকে। সময় এগিয়ে এনে সকাল ৭টা থেকে করে দেওয়া হয়, যার ফলে অনেকটাই সুবিধা পাবেন অফিস যাত্রীরা।

নোয়াপাড়া থেকে সকাল ৮টা বেজে ৯ মিনিটে ছাড়ছে, যা সকাল ৭টা বেজে ৯ মিনিটে ছাড়া হবে। রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো চলবে ৯টা ৩০ পর্যন্ত। কবি সুভাষ এবং দমদম থেকে এই সময়েই চলবে মেট্রো। প্রত্যেকটি মেট্রো ৭ মিনিটের ব্যবধানে চালানো হবে। বয়স্ক, মহিলা এবং বাচ্চাদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে কোনও ই-পাস্ লাগছে না। সকাল ৭টা থেকে সাড়ে ৮ টা এবং রাত ৮টায় ই-পাসের প্রয়োজন হবে না। টোকেনের ব্যবহার এখনও হচ্ছে না, কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করা যাচ্ছে। সোমবার থেকে শনিবার এই নিয়মেই চলবে মেট্রো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments