এখন বিয়ের সংখ্যা যত না, তার থেকে যেন বিচ্ছেদ বেশি! সম্প্রতি দীর্ঘদিন একসঙ্গে জীবন কাটিয়েও সঙ্গীত পরিচালক এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। এ’সবের মধ্যেই সুখী দাম্পত্যের উদাহরণ হতে পারেন টোটা রায়চৌধুরী ও শর্মিলি রায়চৌধুরী। সেলেব তারকার দাম্পত্য জীবনে যে সিলভার জুবিলি! দীর্ঘ ২৫ বছর একসঙ্গেই পথ চলছেন স্ত্রী শর্মিলিকে নিয়ে। তাই এমন বিশেষ দিনে স্ত্রীকে সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী বলেই উল্লেখ করেছেন টোটা। বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানা ঘাত-প্রতিঘাত, ঝড়-ঝাপ্টা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি।’ সেইসঙ্গে হৃদয় ভরা ভালবাসা জানাতেও ভোলেননি এই তারকা।