সুন্দরবনে উদ্ধার হল বিশাল আকারের বিরল প্রজাতির ডলফিন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি-দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে উদ্ধার হয়েছে এই বিরল প্রজাতির ডলফিন। মত্স্যজীবীদের জালে আটকে পড়ে সেটি। ডলফিনটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডলফিনটি লম্বায় প্রায় ১০ ফুট ও চওড়ায় প্রায় ৩ ফুট। মনে করা হচ্ছে জোয়ারের সময় নদীতে ডলফিনটি চলে আসে। কিন্তু ভাটার সময় জল কমে যাওয়ায় সেটি মত্স্যজীবীদের জালে আটকে পড়ে। ডলফিনটি উদ্ধার হওয়ার পরে শম্ভুনাথ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দার নেতৃত্বে স্থানীয়রা ডলফিনটিকে নিয়ে এসে কোড়াকাটি-দুর্গামণ্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দেয়। তারপরেই খবর দেওয়া হয় বন দফতরে। সেখানকার আধিকারিকরা এসে ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান বসিরহাট রেঞ্জের ঝিঙ্গাখালি ফরেস্টে। প্রথমে ডলফিনটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। তারপরে সেটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন ডলফিনটির আনুমানিক ওজন এক কুইন্টাল হবে। বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় খাবারের সন্ধানে সেটি নদীতে ঢুকে গিয়েছিল বলে অনুমান। কিন্তু পরে ভাটার কারণে সেটি ফিরে যেতে পারেনি। তারপরেই মত্স্যজীবীদের জালে ধরা পড়ে সেটি। এটি একটি বিরল প্রজাতির ডলফিন বলেই জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।