‘সুপারস্টার দেবদার সঙ্গে ছবিমুক্তি বন্ধ কর, নইলে…’ কিছুদিন আগেই দেবভক্তদের রোষের মুখে পড়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ঘটনার বেশি দিন কাটেনি বললেই চলে। বিতর্কের রেশের মধ্যেই ফের বক্সঅফিসে দেবের মুখোমুখি দাঁড়ালেন শিবু-নন্দিতা জুটি। পুজোর বক্স অফিসে ‘রক্তবীজ ২’ বনাম ‘রঘু ডাকাত’। সাধারণতন্ত্র দিবসের দিনেই বড় ঘোষণা সারলেন উইন্ডোজ প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শিবপ্রসাদ। ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) রিলিজের সময়কাল জানিয়ে প্রকাশ্যে এল মোশন পোস্টার। প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা অবলম্বনে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। এ বার এই ছবিরই সিক্যুয়েল নিয়ে যেন দেবভক্তদের এক প্রকার চ্যালেঞ্জই ছুড়লেন শিবপ্রসাদ এবং নন্দিতা রায়।