গ্রুপ পর্ব শেষ। গতকাল থেকে শুরু হয়েছে কুড়ি -বিশের বিশ্বকাপের সুপার এইটের অভিযান। বৃহস্পতিবার সুপার- এইটে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রূপ লিগে নিউ ইয়র্কে তিনটে ম্যাচ জিতলেও ওয়েস্ট ইন্ডিজে সম্পূর্ণ ভিন্ন পরীক্ষা অপেক্ষা করছে ইন্ডিয়ার জন্য। নাসাউ কাউন্টি আন্তৰ্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পেস সহায়ক পিচে খেলতে হয়েছে ভারতকে। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উইকেট আবার একটু শ্লথ গতির যা স্পিন সহায়ক। তাই বার্বাডোজে পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে রোহিত-কোহলিদের। যদিও আগে এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের। নিউ ইয়র্কে লো স্কোরিং ম্যাচ হলেও, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বড় রান সহজেই ওঠে। এই পিচে ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত খবর, পিচ ভিন্ন হলেও একই উইনিং কম্বিনেশন ধরে রাখবে টিম ম্যানেজমেন্ট। রোহিতের সঙ্গে বিরাটকেই ওপেন করতে দেখা যেতে পারে। দলে শিবম দুবের মতো একজন বাড়তি অলরাউন্ডার খেলাতে এই কম্বিনেশন ধরে রেখেছে ভারত। তবে চিন্তার বিষয় একটাই,কোহলির ব্যাটে রান নেই। তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন। বিষেশজ্ঞ এবং তাঁর ভক্তেরা তাঁকে পছন্দের তিনে দেখতে চাইছে। কিন্তু সেই সম্ভাবনা একেবারেই নেই। আফগানদের বিরুদ্ধেও রোহিতের সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে। আইপিএলে দারুণ ফর্মে ছিলেন বিরাট। আইপিএলের ১৭ তম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন তিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আবারও চেনা ছন্দে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
বার্বাডোজের কেনিস্টন ওভালে স্পিনাররা সাহায্য পাবেন বলেই মনে করা হচ্ছে। তবে দলের দুই স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের খেলার সম্ভাবনা রয়েছে কতটা? সেটাই এখন দেখার। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে তা নেই বললেই চলে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। গ্রুপ পর্বে প্রয়োজনে রান করেছেন এবং উইকেট নিয়েছেন অক্ষর। কিন্তু জাদেজা একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না। আইপিএলেও এবার নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু ব্যাটিংয় অর্ডারের শেষ দিকের কথা ভেবে তাঁকেই খেলানো হবে। সুপার এইটের আগে অনুশীলনে বাড়তি জোর দিতে দেখা গিয়েছে তাঁকে। সেক্ষেত্রে দলে একজন পেসার কমানো হতে পারে। মহম্মদ সিরাজের জায়গায় খেলানো হতে পারে কুলদীপকে। সেক্ষেত্রে তৃতীয় পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন হার্দিক পাণ্ডিয়া। দেশের জার্সি গায়ে উঠতেই চেনা ফর্মে পান্ডিয়া। চলতি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হার্দিক। তাই আজ তাঁর ওপর ভরসা রাখতেই পারেন টিম কতৃপক্ষ। হাত ঘোরাতে পারেন শিবম দুবেও। তাই একজন বাড়তি স্পিনার খেলাতেই এই পরিকল্পনা রাহুল দ্রাবিড়ের। গত টি-২০ বিশ্বকাপ থেকেই নিজেদের মেলে ধরেছে আফগানিস্তান। তাই রশিদ খানদের হেলাফেলা না করে, বাড়তি সতর্ক নিয়েছে ভারতীয় শিবির।