More
    Homeজাতীয়সুপ্রিম কোর্টের নির্দেশে অনড় অবস্থান থেকে সরে এল যোগী প্রশাসন, উত্তরপ্রদেশে বাতিল...

    সুপ্রিম কোর্টের নির্দেশে অনড় অবস্থান থেকে সরে এল যোগী প্রশাসন, উত্তরপ্রদেশে বাতিল কানওয়াড় যাত্রা

    শেষ পর্যন্ত কানওয়াড় যাত্রা বাতিল করল উত্তরপ্রদেশ সরকার। কোভিড আবহে কেন এই যাত্রার অনুমতি দেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলে স্বতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। শুনানিতে গত শুক্রবার এই যাত্রার অনুমতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। বিষয়টি ভেবে দেখার কথা বলা হয়েছিল কানওয়াড় গোষ্ঠীকেও। এরপরই চলতি বছরে কানওয়াড় যাত্রা বাতিল বলে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

    এ বছর ২৫ জুলাই থেকে ৬ অগাস্ট কানওয়াড় যাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু কা বাতিল করা হয়েছে। আগামিকাল, সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

    উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (তথ্য) নবনীত সেহগাল বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের তরফে কানওয়াড় গোষ্ঠীকে জানানো হয়েছিল, তারপরই গোষ্ঠী এই যাত্রা এবারের মত বাতিল করতে রাজি হয়। গতবারও এই যাত্রা করোনার কারণে বাতিল করা হয়েছিল।’ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অশ্বিনী আবস্থির কথায়, ‘রাজ্যের সব কানওয়াড় গোষ্ঠী যাত্রা বাতিলে সহমত হয়েছে।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments