আজ থেকে ঠিক ৩৫ বছর বিহারে জন্মেছিলেন সুশান্ত সিং রাজপুত। গত বছর অভিনেতার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই রহস্যমৃত্যুর জট আজও খোলনি। তবে মৃত্যুর পর আজ সুশান্তের প্রথম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করতে তুলতে ২১ জানুয়ারিকে SushantDay (সুশান্তের দিন) বলে ঘোষণা করেছেন অনুরাগীরা। এদিন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি একটি বিশেষ স্কলারশিপের ঘোষণা করলেন ভাইকে স্মরণ করে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ঘোষণা করেন, ৩৫ হাজার মার্কিন ডলার ফান্ড গঠিত হয়েছে ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে। তিনি লেখেন- ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভাইয়ের ৩৫তম জন্মবার্ষিকীতে যে ওর অপূর্ণ স্বপ্নপূরণের জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। ৩৫ হাজার মার্কিন ডলারের সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড তৈরি করা হয়েছে ইউসি বার্কলে-তে’।
I am happy to announce that on 35th Birthday of Bhai, a step has been taken towards fulfilling one of his dreams. The Sushant Singh Rajput Memorial Fund of $35,000 has been set up in UC Berkeley. #SushantDay pic.twitter.com/nW3Rm6JERR
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) January 20, 2021
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করবে সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ফান্ড। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে যে শিক্ষার্থীরা তাঁরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
আনুষ্ঠানিক বিবৃতিতে শ্বেতা লেখেন- ‘ইউসি বার্কলেতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে এমন যে কেউ এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। সেই দেবদূতের কাছে কৃতজ্ঞ যিনি এটা সম্ভবপর করেছেন। শুভ জন্মদিন আমার ভাই, আমি আশা করছি তুই খুশি থাকবি, যেখানেই আছিস! অনেক ভালোবাসা’।