জটিল অবস্থায় রক্তাক্ত সইফ আলি খানকে নিয়ে ছুটেছিলেন হাসপাতালে। সুস্থ হয়েই অটো চালককে ডেকে পাঠালেন অভিনেতা। পুরস্কারস্বরূপ দিলেন মোটা অংকের টাকাও। ১৬ জানুয়ারি রাত আড়াইটে। সইফের উপর আক্রমণ হওয়ার পর আহত অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন এই ভজন সিংহ রানাই। পরিবর্তে কোনও ভাড়াই নেননি তিনি। মঙ্গলবার হাসপাতাল থেকে নিরাপদে বাড়ি ফেরেন অভিনেতা। আর তার আগেই হাসপাতালে ভজনের সঙ্গে দেখা করেন সইফ। সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানিয়ে সইফ বলেন, “সেই রাতে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।” সূত্রের খবর, তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কারমূল্যও দিয়েছেন নাকি অভিনেতা।