More
    Homeঅনান্যসূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

    সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

    সানস্ক্রিন কী এবং কেন ইউজ করবো?

    সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি আমাদের ত্বককে মারাত্মক ক্ষতি করে থাকে। এই আলট্রাভায়োলেট রশ্মি থেকে নিজের ত্বককে সুরক্ষা দিতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি জানেন? সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে আমাদের ত্বকের কোলাজেন প্রোডাকশন দিন দিন কমতে থাকে, ফলে কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এছাড়া র‍্যাশ, রেডনেস, স্কিনে ইরিটেশন হওয়া, টোনের তারতম্য, মেলাজমা বা মেসতার মত সমস্যাও দেখা দেয়। এর থেকেও বড় সমস্যা হচ্ছে ক্যান্সার। হ্যাঁ, ঠিক পড়ছেন! সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে স্কিন ক্যান্সার হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করা কতটা জরুরী। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের তাপ ও ইউ ভি রে থেকে সুরক্ষিত রাখবে। জেল, ক্রিম, পাউডার, লোশন বিভিন্ন ফর্মেই সানস্ক্রিন পাওয়া যায়।

     

    সানস্ক্রিন কেনার আগে জেনে নিন কিছু বিষয়

    ইউ ভি রে(UV Ray)- আমাদের স্কিনের ভিতর দুইধরনের রশ্মি পোঁছাই, একটি ইউ ভি এ (UVA), অপরটি ইউ ভি বি (UVB)। ইউ ভি এ ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয় মানে বয়সের ছাপ দেখা দেয়। আর ইউভি বি রশ্মির ফলে ত্বকে ছোপ ছোপ দাগ দেখা দেয়, যাকে আমরা বলি সানবার্ন।

    এসপিএফ (SPF)- এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর (sun protection factor)। এসপিএফ (SPF) এর উপরেই নির্ভর করে আপনার সানস্ক্রিন সান ড্যামেজ থেকে আপনার স্কিনকে কত সময়ের জন্যে সুরক্ষা দিতে পারবে। এজন্যেই সানস্ক্রিন বাছাই করার সময় অনেকেই বেশি এসপিএফ (SPF) যুক্ত সানস্ক্রিন প্রেফার করে থাকে।

    পিএ+++ (PA+++)- সানস্ক্রিনের প্যাকেজিংয়ে পি এ প্লাস (PA+) থেকে পি এ প্লাস প্লাস (PA++) এবং পি এ প্লাস প্লাস প্লাস (PA+++) পর্যন্ত দেখা যায়। যত বেশি প্লাস তত বেশি ইউ ভি এ (UV A) রশ্মি থেকে প্রটেকশন পাওয়া যায়, মানে ডীপ লেয়ারে যেয়ে কাজ করে।

    সেরা ৫টি সানস্ক্রিন সম্পর্কে জেনে নিন 

    স্কিন ক্যাফে সানস্ক্রিন (Skin Cafe Sunscreen SPF 50 PA+++ Lightweight & Non-Greasy)

     

    সানস্ক্রিনের চিটচিটেভাব পছন্দ না? বাজেটের মধ্যে ভালো সানস্ক্রিন চায়? তাহলে স্কিন ক্যাফে সানস্ক্রিন একদম পারফেক্ট একটি চয়েজ।

    (১) ইউ ভি এ এবং ইউ ভি বি থেকে ত্বককে রক্ষা করে। ফলে সানবার্ন এবং বয়সের ছাপ পরা প্রতিহত হয়।
    (২) এই সানস্ক্রিনে এসপিএফ ৫০ রয়েছে, যা সূর্যের ইউ ভি রে থেকে ৯৮% পর্যন্ত সুরক্ষা করতে পারে।
    (৩) সানস্ক্রিনটিতে পিএ+++ রয়েছে, যা স্কিনকে হাই প্রোটেকশন দিয়ে থাকে।
    (৪) নন কোমেডোজেনিক হওয়ায় একনে-প্রন স্কিনে ব্যবহারযোগ্য। আর এটি সব টাইপের স্কিনে ইউজ করা যায়।
    (৫) খুব লাইট ওয়েট হওয়ায় সানস্ক্রিনটি সহজে স্কিনে মিশে যায়

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments