ব্যস্ত সূচি। তারওপর ভেন্যু বদলের জার্নি। এর ফাঁকেই সূর্য ব্রিগেড সেলিব্রেশনে মাতল সঞ্জুর বার্থ ডে’তে। বিমান থেকে বাস যাত্রা, সেখান থেকে সেঞ্চুরিয়নের হোটেলে ঢোকার মুখে নানা ভাবেই সঞ্জু স্যামসনকে নিয়ে মাতলেন সতীর্থরা। টিম বাসে গান গেয়ে, হোটেলে পৌঁছেই কেকে কেটে হইচই। দ্বিতীয় ম্যাচ হারলেও তরুণ তুর্কীদের শিবিরে ফিল গুড পরিবেশ। হারের জন্য যাতে দলের উপর বাড়তি চাপ না পড়ে তারজন্য ক্রিকেটারদের যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করছে ম্যানেজমেন্ট। সিরিজ আপাতত ১-১। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি২০ খেলতে নামবেন সূর্যকুমাররা।