ঘরের মাঠে পাল্টা লড়াই প্রোটিয়াদের। কিন্তু সেঞ্চুরিয়নে লেখা হল ভারতের জয়ের ইতিহাস। সূর্যদের জয় ১১ রানে। ভারত শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তোলে ২১৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে তুলল ২০৭ রান। ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরি করেন তিলক বর্মা। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ করেন তিলক। যোগ্য সঙ্গ দেন অভিষেক শর্মা। ২৫ বলে ৫০ করেন অভিষেক। তবে জোড়া সেঞ্চুরির পর জোড়া ডাক জুটল সঞ্জু স্যামসনের। রান পাননি বাকিরাও। সূর্য ১, হার্দিক ১৮, রিঙ্কু ৮। সবমিলিয়ে অবশ্য পাহাড়প্রমাণ রানই তুলে ফেলে টিম ইন্ডিয়া। বল হাতে অর্শদীপ ৩ ও বরুণ ২ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা দুশো রানোর গণ্ডি টপকালেও ভারতকে ছুঁতে পারেনি। সিরিজ আপাতত ভারতের পক্ষে ২-১।