More
    Homeবিনোদনসোমবার দক্ষিণেশ্বরে ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন রুক্মিণী মৈত্র এবং ছবির পরিচালক...

    সোমবার দক্ষিণেশ্বরে ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন রুক্মিণী মৈত্র এবং ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়

    প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত ছিল, যত বছর বিনোদিনী দাসী তাঁর যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়েই পুজো দেওয়া হবে। কথা রাখলেন তিনি। সোমবার দক্ষিণেশ্বরে ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দিলেন রুক্মিণী মৈত্র এবং ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। প্রসঙ্গত, ১৮৮৩ সালে স্টার থিয়েটারের প্রতিষ্ঠা। সেই থিয়েটারের নাম হওয়ার কথা ছিল ‘বি থিয়েটার’, বিনোদিনী দাসীর নামে। কিন্তু প্রতারিতই হয়েছিলেন নটী বিনোদিনী। কথা দিয়ে কথা না রাখার এও এক ইতিহাস! ১৪১ বছর পর অবশেষে ইতিহাস বদল। মানতপূরণ হতেই দক্ষিণেশ্বরে পুজো দিলেন পরিচালক এবং নায়িকা। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments