More
    Homeরাজ্যসোমবার সকাল ৯টার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল...

    সোমবার সকাল ৯টার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ

    টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতির কাজের জন্য  সোমবার সকাল ৯টার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।

    ভালভ বদল ও কিছু জায়গায় পাইপ লাইন মেরামত করা হবে সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত।’ আগামিকাল, মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

    পুরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১ নম্বর থেকে ৭ নম্বর বরো পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। বরো ৮-এরও বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল ৯টার পর পানীয় জল মিলবে না। মঙ্গলবার সকাল থেকে ফের মিলবে জল। জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া, টালা, হাতিবাগান, বাজবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায়।

    কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদম পুর এলাকায়। ফলে ওই তল্লাটেও সোমবার সকাল ৯টার পর থেকে জল পেতে সমস্যা হবে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে—এমনটাই জানানো হয়েছে পুরসভার তরফে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments