Wednesday, June 7, 2023
HomeUncategorizedসৌমতৃষা কুণ্ড: সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে পাবলিকলি 'মিঠাই' এর ইতির কথা ঘোষণা...

সৌমতৃষা কুণ্ড: সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে পাবলিকলি ‘মিঠাই’ এর ইতির কথা ঘোষণা করলেন মিঠাই নিজেই

জি বাংলায় ‘মিঠাই’ ধারাবাহিকটি চলছে প্রায় তিন বছর ধরে চলছে। এই কবছরে গল্পটি অনেক আকর্ষণীয় এবং চমকপ্রদ মোড় নিয়েছে। যেই কারণে দর্শকসংখ্যাও বেশ বড়ো ‘মিঠাই’-য়ের। প্রধান চরিত্র, মিঠাই এবং সিড, এই শো এর দৌলতে সম্প্রতি বেশ পপুলারিটি পেয়েছে। পার্শ্বচরিত্র গুলিও দীর্ঘদিন ধরে এই শো-এর সাথে জড়িত থেকে হয়ে উঠেছে চেনা মুখ।

টিভি শো ‘মিঠাই’ নিয়ে বেশ সমস্যা হচ্ছে। শো-এর প্রধান চরিত্র, ‘সিড’, ‘মিঠাই’ থেকে অল্প সময়ের জন্য উধাও হয়ে যায়, এতে ক্ষুদ্ধ হন দর্শকগণ, কমে যায় টিআরপি। তারপর করা হয় সময় পরিবর্তন রাত ৮ টার পরিবর্তে ৬ টায় সম্প্রচারিত হতে থাকে। ভেঙে দেওয়া হয় সেট, তারপরই খবর আসে নতুন ধারাবাহিক ‘ফুলকির’।

এই প্রেক্ষিতে কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে মিঠাইয়ের সমাপ্তি নিয়ে। জুনের দ্বিতীয় সপ্তাহে ‘মিঠাই’ বন্ধ হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন মিঠাই ওরফে সৌমীতৃষা নিজেই। দুর্ভাগ্যবশত, সৌমি বর্তমানে অসুস্থ এবং তার ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তা সত্ত্বেও, তিনি এখনও মিঠাই দলের সাথে কাজ করে তার বাকি সময় কাটাতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments