ক্রমাগত দিনকে দিন বাড়ছে পথ দুর্ঘটনা। বিশেষত স্কুল ছুটির পর হামেশাই দুর্ঘটনার সম্মুখীন হন স্কুল পরিবার। সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো বিধান নগর পুলিশ।
এখন থেকে পথচলতি স্কুল পড়ুয়াদের নিরাপদে রাস্তা পারাপার করা এবং নিরাপদে স্কুল পৌঁছনোর উদ্দেশ্যে বিধাননগরের বিভিন্ন স্কুলের সামনে কর্তব্যরত থাকবে বিধাননগর ট্রাফিক পুলিশ। রইল তারই কিছু ঝলক।