‘স্টার থিয়েটার’ এ বার ‘বিনোদিনী’! বদলে যাচ্ছে সেই ঐতিহাসিক প্রেক্ষাগৃহের নাম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নটী বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ হবে। ঘোষণা শুনেই আবেগে ভাসলেন পর্দার ‘নটী বিনোদিনী’। হ্যাঁ, কথা হচ্ছে রুক্মিণী মৈত্রকে নিয়ে। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর জীবনীকেন্দ্রিক ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে বেজায় উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেও। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘একজন মহিলাকে তাঁর সম্মান ফিরিয়ে দেওয়া এবং ১৪০ বছরের দীর্ঘ লড়াই জিতিয়ে দেওয়ার জন্য মাননীয়াকে এর চেয়ে বেশি হয়তো ধন্যবাদ জানাতে পারব না। সত্যিই একটা উদাহরণ যে একজন মহিলাই অপর মহিলার লড়াইটা বোঝেন। আমাদের বিনোদিনীর পুরো টিম মাথানত করছি।’