More
    Homeবিনোদনস্টেজ দেখে প্রবল ক্ষোভ দিলজিতের

    স্টেজ দেখে প্রবল ক্ষোভ দিলজিতের

    বলার অপেক্ষা রাখে না যে এখন দিলজিৎ ঝড়ে কাঁপছে ভারত। এর মধ্যেই গায়ক দিলজিৎ দোসাঞ্জ জানিয়েছে যে পরিকাঠামো উন্নতি না হওয়া পর্যন্ত তিনি আর ভারতে কনসার্ট করবেন না। ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের শো চলাকালীন এই বিষয়ে জানান গায়ক। দিলজিৎ তাঁর মাতৃভাষা পাঞ্জাবিতে বলেন, ‘আমাদের এখানে লাইভ শোয়ের জন্য সঠিক পরিকাঠামো নেই। এই কনসার্টগুলি আয়ের একটা বড় উৎস, অনেকে কাজ পান এর জন্য। তবে আপনারা সবাই এই ধরনের স্টেজের জন্য আমাকে দূর থেকে দেখছেন। আমি পরের বার চেষ্টা করব যে মঞ্চটি যেন গোল হয়। আর আপনারা আমাকে কেন্দ্র করে আমার আশেপাশে ঘুরতে পারেন। যতদিন না এটা হচ্ছে, ততদিন আমি ভারতে শো করব না।’ তিনি স্পষ্ট বলেন, তাকে পারফর্ম করতে হলে তার চাহিদা মতো স্টেজের ব্যবস্থা করতে হবে

     

    তিনি আরও বলেন যে, জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে যাঁরা সেগুলি মোকাবেলা করতে জানেন, তাঁরা ঠিকই নিজের লক্ষ্যে পৌঁছে যান। তাছাড়াও দিলজিৎ আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘ঝুকেগা নেহি’ নিজের মতো করে করে বলেন, ‘শালা নেহি ঝুকেগা তো কেয়া জিজা ঝুক যায়েগা (শ্যালক ঝুকবে না তো কি জামাইবাবু ঝুকবে)’। তারমধ্যে দিলজিতের গানের উপর ছিল নিষেধজ্ঞা। চণ্ডীগড়ে অনুষ্ঠানের আগে, চণ্ডীগড় কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (সিসিপিসিআর) তাঁকে লাইভ পারফরম্যান্সের সময় অ্যালকোহল নিয়ে তাঁর যেসব গান রয়েছে তা পরিবেশন না করার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments