১) কোকো বাটার
স্ট্রেচমার্ক দূর করতে কোকো বাটার –
কোকো বাটার স্ট্রেচমার্ক নিরসনের জন্য অনেক বেশি সাহায্য করে। আর স্ট্রেচমার্ক যাতে প্রসারিত না হয় সেজন্যেও এটা অনেক কাজ করে। প্রতিদিন কোকো বাটার ব্যবহার করলে দেখবেন যে আপনার স্ট্রেচমার্কগুলো তো চলেই যাচ্ছে আর সাথে আপনার স্কিন হয়ে উঠছে অনেক বেশি মসৃণ।
(২) অ্যালোভেরা
স্ট্রেচমার্ক দূর করতে অ্যালোভেরা –
ত্বকের যত্নে অ্যালোভেরার জনপ্রিয়তা সর্বদাই অনেক বেশি। ত্বকের যে কোন সমস্যায় দেখা যায় অ্যালোভেরা অনেক বেশি উপকারী। তেমনি স্ট্রেচমার্ক দূর করতে অ্যালোভেরার ভূমিকা অনেক। সুতরাং স্ট্রেচমার্ক দূরীকরণে প্রতিদিন অ্যালোভেরা ব্যবহার করুন।
(৩) ভিটামিন ই
স্ট্রেচমার্ক দূর করতে ভিটামিন ই –
ভিটামিন ই অনেক বেশি উপকারী একটি উপাদান ত্বকের যত্নে এটা আমরা সকলেই জানি। ভিটামিন ই আপনার স্ট্রেচমার্কগুলো নিরসনের দিকে নিয়ে যাবে এবং স্কিনকে এমন করে তুলতে সাহায্য করবে যাতে করে স্ট্রেচমার্কগুলো বুঝা না যায়। আপনার স্টেচমার্ক সারতে ভিটামিন ই প্রতিদিন ব্যবহার করুন।
(৪) ল্যাভেন্ডার অয়েল
স্ট্রেচমার্ক দূর করতে ল্যাভেন্ডার অয়েল –
স্ট্রেচমার্ক দূরীকরণে এই এসেনশিয়াল অয়েলটি অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। দিনে যদি আপনি ২-৩ বার ল্যাভেন্ডার অয়েলটি ব্যবহার করতে পারেন তবে খুব দ্রুত আপনি এটার ফলাফল পাবেন।