গতকাল স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের বিল্ডিংয়ের ১৩ তলায় ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমেও দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পঁচিশটি ইঞ্জিন।
ঘটনায় চারজন দমকল কর্মী সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। দুটি লিফটে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ভার নিয়েছে লালবাজার। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা।
ফায়ার সার্ভিস অ্যাকটে (act )মামলা রুজু হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা জানার জন্য ফরেন্সিক দল ঘটনাস্থলে যায়। সমগ্র ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি টুইটে লিখেছেন, কলকাতার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কলকাতার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমি ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও শোকজ্ঞাপন করছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
— President of India (@rashtrapatibhvn) March 9, 2021