স্বনামধন্য বিদ্যালয়, সেখানে বার্ষিক অনুষ্ঠান মানেই বলিউডি তারকা মা-বাবাদের চাঁদের হাট। আর সেই খানেই ‘হঠাৎ দেখা’ হল তাঁদের। শাহিদ কাপুর এবং করিনা কাপুর। একফ্রেমে ‘প্রাক্তন’ জুটি ধরা দিতেই সমাজমাধ্যমে মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো। এই সবকিছুরই সূত্রপাত ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান থেকেই। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে তারকা সন্তানদের পারফর্ম্যান্স উপভোগ করছিলেন করিনা। আর তাঁর ঠিক পিছনের আসনেই বসে শাহিদ। ক্যামেরাবন্দি এই মুহূর্তই বর্তমানে ছেয়ে রয়েছে নেটপাড়ায়।