স্বপ্নের আশ্রয় ছেড়ে বেরিয়ে যাচ্ছেন শাহরুখ খান। ‘মন্নত’-এ আর পা পড়বে না ‘বাদশাহ’-এর? তখনও ‘বলিউডের বাদশাহ’ হয়ে ওঠেননি তিনি। শখ ছিল, সমুদ্রের পাড়ে হবে স্বপ্নের প্রাসাদ। হ্যাঁ, স্বপ্ন দেখেছিলেন এবং তা পূরণও করেছিলেন শাহরুখ। সেই স্বপ্নের প্রাসাদ ‘মন্নত’কেই এ বার বিদায় জানাতে চলেছেন তিনি?
মুম্বই যাবেন আর শাহরুখ খানের মন্নতদর্শনের ইচ্ছে হবে না, এমন বাদশা-অনুরাগী খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিবছর অভিনেতার জন্মদিনে ‘মন্নত’-এর সামনে ভিড় করেন মানুষেরা। এ বার নাকি সেই ‘মন্নত’ই ছাড়তে চলেছেন বলিউডের ‘বাদশাহ’। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সপরিবার ঠিকানা বদল করে অন্য জায়গায় উঠবেন বলি তারকা। কিন্তু কী কারণে সাধের ‘মন্নত’কে বিদায় জানাতে হল ‘কিং খান’কে?
বিষয়টি খোলসা করেই বলা যাক। সাময়িকভাবে এই বাড়ি থেকে দূরে থাকবেন শাহরুখ এবং তাঁর পরিবার। ‘মন্নত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। শীঘ্রই শুরু হবে সেই সংক্রান্ত কাজ। আর এই কারণেই পালি হিলের বাড়িতে গিয়ে উঠবে খান পরিবার। আগামী মে মাস থেকেই শুরু হয়ে যাবে অন্দরসজ্জার প্রস্তুতি। সূত্রের খবর, টানা প্রায় দু’বছর ধরে এই কাজ চলবে। আরও দু’ই তলা যোগ করা হবে বিলাসবহুল এই প্রাসাদে।
পালি হিলের সেই আবাসনের চারটি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। যার ভাড়া শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। প্রায় ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে গুনতে হবে শাহরুখকে। সেই খবরে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন অভিনেতার অনুরাগীরা। প্রতি বছরের মতো ইদ এবং দুই নভেম্বর কি আর ‘মন্নত’-এর বারান্দা থেকে দেখা মিলবে না শাহরুখের?