More
    Homeবিনোদনস্বপ্ন-ভঙ্গের গল্প নিয়ে আসছে নতুন ছবি, বড়পর্দায় মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারজয়ী ছবি...

    স্বপ্ন-ভঙ্গের গল্প নিয়ে আসছে নতুন ছবি, বড়পর্দায় মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘মন পতঙ্গ’

    পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির প্রথম ছবি ‘কালকক্ষ’ জাতীয় পুরস্কার পেয়েছিল। এবার তাঁদের দ্বিতীয় ছবি ‘মন পতঙ্গ’ মুক্তি পাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। এই ছবি ইতিমধ্যেই কিফ-সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। ছবির গল্প গড়ে উঠেছে ফুটপাথে বসবাসকারী মানুষের জীবন, স্বপ্ন, আশা, স্বপ্নভঙ্গ, এবং বাসস্থানের অনিশ্চয়তাকে কেন্দ্র করে। ছবির মূল চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। সঙ্গে আছেন জয় সেনগুপ্ত, বৈশাখী রায়, নবাগত শুভঙ্কর মোহান্ত ও আরও অনেকে।

    এই ডিসেম্বরে বড় বাজেটের একাধিক বাংলা ছবি এবং দক্ষিণী হিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২’-এর মুক্তির কারণে প্রতিযোগিতা থাকবে। তবুও রাজদীপ মনে করেন, যেটা নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবার দরকার নেই। তিনি বলেন, “মুক্তির তারিখ আগেই ঠিক হয়েছিল। বড় প্রযোজকের পক্ষেও এমন পরিস্থিতি এড়ানো কঠিন। তাই আমরা যা হাতে আছে, তা নিয়েই কাজ করছি।” পরিচালক শর্মিষ্ঠা জানান, ছবিটি শুরু থেকে নানা বাধার মধ্যে দিয়ে এগিয়েছে। কোভিড, প্রাকৃতিক দুর্যোগ—সবকিছু সামলে ছবিটি তৈরি হয়েছে। তবে ‘কিফ’-এ সেরা বাংলা ছবি হয়ে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কার পাওয়া তাঁদের জন্য একটি বড় অর্জন। এরপর ছবিটি আরও নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

    পথের মানুষের জীবনকেই কেন্দ্র করে নির্মিত হওয়ায়, ছবির প্রচারও করা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে। শর্মিষ্ঠা জানান, “ছবির ট্রেলার তিন সপ্তাহের মধ্যেই প্রায় চার লাখ ভিউ পেয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।” ‘মন পতঙ্গ’ শুধু একটি সিনেমা নয়, এটি সমাজের একটি বাস্তব চিত্র। বড় বাজেটের ছবির ভিড়েও এই গল্প দর্শকের মনে জায়গা করে নিতে পারে কি না, এখন সেটাই দেখার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments