More
    Homeবিনোদনস্বস্তিকা ও পাওলি আসছেন নতুন ছবি নিয়ে -'বিবি পায়রা'

    স্বস্তিকা ও পাওলি আসছেন নতুন ছবি নিয়ে -‘বিবি পায়রা’

    সিনেমা নায়ক প্রধান ও সিরিয়াল নায়িকা প্রধান। দীর্ঘদিন ধরেই সেই ট্রেডিশন সমানে চলেছে। এবার কি বাংলা সিনেমা সেই মিথ ভাঙতে চলেছে? তার উত্তর অবশ্য সময় দেবে। এবার বাংলা ইন্ডাস্ট্রির অন‌্যতম শক্তিশালী দুই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‌্যায় (Swastika Mukherjee) এবং পাওলি দাম (Paoli Dam) জুটিকে দেখা যাবে অর্জুন দত্তর আগামী ছবি ‘বিবি পায়রা’তে। কাহিনি, চিত্রনাট‌্য, সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে। প্রসঙ্গত, ২০১৫ সালে মৈনাক ভৌমিকের ‘ফ‌্যামিলি অ‌্যালবাম’ ছবিতে পাওলি-স্বস্তিকাকে জুটিকে দেখেছিল দর্শক। তারপর সুমন মুখোপাধ‌্যায়ের অসমাপ্ত’ (২০১৭) ছবিতে তাঁরা ছিলেন, তবে একসঙ্গে নয়। এত বছর পরে আবার তাঁদের একত্রে পাওয়া যাবে। স্বস্তিকার বিপরীতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

    নিঃসন্দেহে ছকভাঙা এক জুটি উপহার পেতে চলেছেন দর্শকরা। এছাড়া অন‌্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সুব্রত দত্ত, অনিন্দ‌্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ‌্যায় ও লোকনাথ দে। ছবিটি সিচুয়েশনাল কমেডি। সামাজিকভাবে পিছিয়ে পড়া দুজন মহিলা, যাদের জীবন চলেছে প্রতিকূল পরিস্থিতির মধ‌্য দিয়ে। এবার কীভাবে তাদের জীবনের মোড় ঘুরবে? ভালো থাকার রাস্তার খোঁজে অসংখ‌্য ঝুঁকির সম্মুখীন হয় তারা। পাকেচক্রে চারপাশের মানুষদেরও সমস‌্যায় ফেলে দেয় তারা। পারবে কি দুজনে এই অভিযানে সফল হতে? এই নিয়ে গল্প এগোবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments