More
    Homeজাতীয়স্বাধীনতা দিবসের আগেই তপ্ত কাশ্মীর, সিআরপিএফের ওপর জঙ্গি হামলা

    স্বাধীনতা দিবসের আগেই তপ্ত কাশ্মীর, সিআরপিএফের ওপর জঙ্গি হামলা

    কাশ্মীরে ফের জঙ্গি হামলা। সোমবারের পর মঙ্গলবার ভোরে। সোমবার জঙ্গিদের বন্দুকের নলের টার্গেট ছিল অনন্তনাগ জেলার এক বিজেপি নেতা ও তার স্ত্রী। মঙ্গলবার সকালে জঙ্গিরা হামলা চালান সিআরপিএফ কনভয়ের ওপর।

    মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার জায়নাপোরা এলাকায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা চালাল সশস্ত্র জঙ্গিরা। ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর। জখম জওয়ানের নাম অজয় কুমার। এই ঘটনা ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। নজর করার মতো বিষয় হল, স্বাধীনতা দিবস যতই এগিয়ে আসছে, ততই কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলেছে।

    স্বাধীনতা দিবসের আগেই তপ্ত কাশ্মীর, সিআরপিএফের ওপর জঙ্গি হামলা

    Read More-আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

    সেনাসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, , মঙ্গলবার ভোরের দিকে হঠাত্‍ই সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গিরা হামলা চালায়। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাথমিকভাবে সিআরপিএফ জওয়ানরা হকচকিয়ে গেলেও দ্রুত তারা জবাবি হামলা চালাতে শুরু করে। হামলা পাল্টা হামলায় ১৭৮ নম্বর ব্য়াটিলিয়নের জওয়ান অজয় কুমার আহত হন। তাকে চিকিত্‍সার জন্য় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সিআরপিএফ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments