স্বামী আত্মহত্যা করেছেন বহু বছর আগে, তবুও কার নামে রেখার সিঁথিতে উজ্জ্বল সিঁদুর? ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও বহু বছর আগেই আত্মহত্যা করেন অভিনেত্রীর স্বামী। তবুও রেখার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। আর এই বিষয়টিকে ঘিরেই জন্মেছে নানান কৌতূহল। বহু আগে একটি এক সাক্ষাৎকারে রেখা বলেন, ‘আমি যে শহরের মেয়ে, সেখানে সিঁদুর পরা একটা ফ্যাশন।’