Friday, March 24, 2023
Homeকলকাতাস্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন উপলক্ষে "বিবেকের ডাকে" গেরুয়া শিবির

স্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন উপলক্ষে “বিবেকের ডাকে” গেরুয়া শিবির

স্বামী বিবেকানন্দের জন্মদিন উলপক্ষ্যে ময়দানে গেরুয়া শিবির। স্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন উপলক্ষে পথে নামল বিজেপি। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ, মঙ্গলবার বিজেপি-র তরফে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজির জন্মস্থান সিমলা স্ট্রীট পর্যন্ত মিছিল সংঘটিত হয়।

ওম এর ঝান্ডা নিয়ে বিজেপির এই অরাজনৈতিক পদযাত্রা শ্যামবাজার মোড় থেকে শুরু হয়ে সিমলা স্ট্রীট এ অবস্থিত স্বামীজীর বাড়ি তথা মিউজিয়াম পর্যন্ত করা হয়।

‘বাংলার গর্ব সারা বিশ্বের গর্ব স্বামী বিবেকানন্দ ।’বিজেপির ‘বিবেকের ডাক’ কর্মসূচী থেকে এই বার্তাই দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেন, ‘পশ্চিমবঙ্গের সব যুবদের আহ্বান করেছি। আপনারা সকলে মিলে সব মনীষীদের গলায় মালা পড়ান। আমরা সকলে মিলে শ্রমদান করব।’

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই পদযাত্রার নাম দেওয়া হয় ‘বিবেকের ডাক’। পদযাত্রায় উপস্থিত ছিলেন মুকুল রায়, সৌমিত্র খাঁ, রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments