More
    Homeকলকাতাহকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে ধুন্ধুমার কান্ড ধর্মতলায়! বন্ধ নিউ মার্কেট

    হকারদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে ধুন্ধুমার কান্ড ধর্মতলায়! বন্ধ নিউ মার্কেট

    স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন এমনটাই অভিযোগ উঠেছে নিউ মার্কেট এলাকায়। এ ঘটনার প্রতিবাদে নিউমার্কেটের স্থায়ী ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। ধর্মতলা হল কলকাতা শহরের প্রাণকেন্দ্র। আর সেই ধর্মতলাতেই ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউমার্কেট এলাকায় স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। নিউমার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, রড নিয়ে অন্তত ৪০-৫০ জন লোক তাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলায় ব্যবসায়ী ইউনিয়নের এক সদস্য আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে নিউমার্কেট এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থায়ী ব্যবসায়ীরা। অন্যদিকে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। ডিসি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে নিউমার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের একটাই দাবি, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হোক, অন্যথায় নিউমার্কেট খুলবে না তারা।

     

    উল্লেখ্য যে ধর্মতলার নিউ মার্কেট এলাকাটি শহরের বাসিন্দাদের পাশাপাশি শহরতলির মানুষের জন্য একটি প্রিয় কেনাকাটার জায়গা। এই এলাকায় প্রচুর সংখ্যক স্থায়ী ব্যবসায়ী, সেইসাথে অসংখ্য হকার যারা রাস্তায় তাদের পসরা সাজিয়ে বসেন। শনিবার সকাল থেকে পরিস্থিতি এমনভাবে এগিয়েছে যে নিউমার্কেট কার্যত স্থবির হয়ে পড়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments