More
    Homeবিনোদনহঠাৎই গান গাইতে গাইতেই অসুস্থ মোনালি ঠাকুর,ভর্তি কোচবিহারের একটি হাসপাতালে

    হঠাৎই গান গাইতে গাইতেই অসুস্থ মোনালি ঠাকুর,ভর্তি কোচবিহারের একটি হাসপাতালে

    দিনহাটা উৎসবের অনুষ্ঠানে এসে গাই গাইতে গিয়ে মাঝ পথে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। মঙ্গলবার রাতে অনুষ্ঠান চলাকালীন তাঁর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই কারণে অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে পড়েন। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কোচবিহারে রেফার করা হয়। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    জানা গিয়েছে,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। অনুষ্ঠান মঞ্চে দীর্ঘ সময় ধরে গান করেন তিনি। মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে অসুস্থ বোধ করায় নিজেই মঞ্চ থেকে নেমে যান মোনালি। প্রথমে তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহারে রেফার করা হয়। পরে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা সেখানেই চলছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

    দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। এছাড়াও মোনালি ঠাকুরের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন,সেসব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments