“অঘোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎই জেহ-র তারস্বরে কান্না!” কী ঘটেছিল সেই বিভীষিকাময় রাতে? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সইফ আলি খান! ১৬ জানুয়ারির রাত। অভিনেতা সইফ আলি খানের শরীরে ৬ বার ছুরির আঘাত হানে দুষ্কৃতি। অবশেষে পুলিশের কাছে বয়ানে অভিনেতা জানান, “সেই রাতে আমি আর করিনা ১১ তলায় আমাদের শোয়ার ঘরে ছিলাম। হঠাৎই জেহ্-র ঘর থেকে ওর দেখভালকারী এলিয়ামা ফিলিপের চিৎকার কানে আসে। দৌড়ে সেই ঘরে গিয়ে দেখি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে এবং ভয়ে তারস্বরে কাঁদছে জেহ।” ওই রাতে আসলে সেই ব্যক্তির নিশানায় ছিল জেহ! ছুটে আসতেই জেহ-র ঘরে সইফ মুখোমুখি হন ওই অজ্ঞাত অনুপ্রবেশকারীর সঙ্গে। দুষ্কৃতিকে দেখে কান্নায় ভেঙে পড়েছিল ছোট্ট জেহ। পরবর্তীতে ছেলেকে বাঁচাতে দুষ্কৃতীর ওপর ঝাঁপিয়ে পড়েন অভিনেতা। তারপরেই আত্মরক্ষার্থে সইফকে ঘাড়, হাত এবং পিঠে বারংবার ছুরিকাঘাত করেছেন ওই দুষ্কৃতী। হামলাকারীকে ঠেকাতে সেদিন আক্রান্ত হয়েছিলেন ইলিয়ামাও। সঙ্গে সঙ্গে জেহকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। পরবর্তীতে যথাসাধ্য চেষ্টা চলেছিল দুষ্কৃতীকে আটক করার। তবে কীভাবে পালিয়েছেন তিনি, তা বিন্দুমাত্রও টের পাননি কেউ। জানা গেছে, ওই দুষ্কৃতী ইলিয়ামার কাছে প্রায় ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।