মাত্র ১ রানের হতাশা। ৯৯ তেই স্বপ্নভঙ্গ। হতাশ হয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। নার্ভাস নাইটি! যিনি মাঠেই ফেলে এলেন সেঞ্চুরিটা। এই নিয়ে সাতবার। ফিরে আসার আর এক নামই ঋষভ পন্থ। প্রথম ইনিংসেই অস্ত্রোপচারের জায়গাতেই চোট পেয়েছিলেন। উইকেটকিপিং করতে পারেননি পুরোটা। এরপরও ব্যাট হাতে মাঠে নামেন। ১০৫ বলে দলের গুরুত্বপূর্ণ ৯৯ রান যোগ করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। এল না সেঞ্চুরি। হতাশ হলেন নিজে, তাঁর ভক্তরা, ভারতীয় ড্রেসিংরুমও। এর আগে দুর্ঘটনা থেকে ফিরে বাংলাদেশের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকান ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ চার ও ৫ ছক্কাতে এল ৯৯।