Tuesday, May 30, 2023
HomeUncategorizedহতে পারতো ডায়নার মতো অবস্থা, নিউইয়র্কের অনুষ্ঠান থেকে ফেরার পথে দু'ঘণ্টা ধরে...

হতে পারতো ডায়নার মতো অবস্থা, নিউইয়র্কের অনুষ্ঠান থেকে ফেরার পথে দু’ঘণ্টা ধরে পাপারাৎসিদের তারা খেলেন হ্যারি! 

 

 

মঙ্গলবার নিউ ইয়র্কের এক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স হ্যারি ও মেগান। এবং সেখান থেকে ফেরার পথে পাপারাৎজিরা ধাওয়া করতে শুরু করে তাদের। রাই দু ঘন্টা ধরে প্রিন্ট শাড়ির গাড়ি অনুসরণ করেন পাপারাৎজিরা। এবং বুধবার প্রিন্স এর মুখপাত্রের কাছ থেকে জানা যায় মঙ্গলবার পা পা রাখছি ফটোগ্রাফারদের হাত থেকে বাঁচতে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল তাদের।

 

বাবা চার্লসের রাজ্যাভিষেকের পর প্রথমবার কোন ইভেন্টে গিয়েছিলেন সাথে ছিল মেগান ও তার মা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তাদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন পপারাৎজিরা। নিউইয়র্কের রাস্তায় প্রায় টানা দু’ঘণ্টা ধরে ব্রিটিশ রাজকুমারের গাড়ির লক্ষ্য করে বেপরোয়া ভাবে ভাবেপপারাৎজিরা তেরে আসেন বলেই অভিযোগ জানান প্রিন্স হ্যারি।

 

এই ভয়াবহ হামলার কথা প্রকাশ করেন হ্যারির মুখপাত্র। তার কথাতেই জানা যায় দু ঘন্টা ব্যাপী এই ঘটনায় একাধিকবার দুটি গাড়ি ধাক্কা লাগার আশঙ্কা ছিল এবং বেশ কয়েকটি গাড়ির সঙ্গে শেষ মুহূর্তে সংঘর্ষ হারানো গেলেও এক পথচারী ও পুলিশের দুই কর্মচারী গাড়ি ঢাকায় আহত হয়। তবে শেষ মুহূর্ত বড় বিপদ হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments