তিনিই আন্দোলনের মুখ। তিনিই লড়াইয়ের মুখ। অলিম্পিকে অদম্য লড়াইয়েও খালি হাতে ফিরতে হয় ভিনেশ ফোগাটকে। এরপর নামেন রাজনীতির মঞ্চে। সেখানে অবশ্য খালি হাতে শুরুটা হল না। প্রথমবার নির্বাচনে লড়াই। প্রথমবারই সাফল্য। হরিয়ানা নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে জিতলেন ভিনেশ ফোগাট। হারিয়েছেন, বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে। জানা গেছে, তার প্রতিদ্বন্দ্বীকে ৫৭৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচনে জিতে ভিনেশ ফোগাট বলেন, এই লড়াই প্রতিটি মেয়ের, প্রতিটি নারীর, যারা লড়াইয়ের পথ বেছে নেয়। এ বিজয় সকল সংগ্রামের, সত্যের বিজয়। উল্লেখ্য, যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে কুস্তিগীররা পথে নেমেছিলেন। তার অন্যতম মুখ ছিলেন ভিনেশ। প্যারিসে অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তির ফাইনালে উঠে ইতিহাস লিখেছিলেন। কিন্তু ওজন সমস্যায় দুর্ভাগ্যই সঙ্গী হয়।