হাওড়ার শালিমারে যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায় বুধবারও থমথমে গোটা এলাকা। বি গার্ডেন গেট এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট। কয়েকটি রুটের বাস পরিষেবা বন্ধ রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শালিমার স্টেশনের সামনে দিয়ে বাইকে চড়ে যাওয়ার সময়, গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুলিতে জখম যুব তৃণমূল নেতার সঙ্গীও। খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। খুনের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
খুনের ঘটনায় ইতিমধ্যে পূর্ব বর্ধমানের মেমারি থেকে ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
তবে যুব তৃণমূল নেতার খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন যুব তৃণমূল নেতা। কয়েকবছর আগে একটি খুনের মামলায় গ্রেফতারও হন তিনি।সেই পুরনো বিবাদের জেরেই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।