More
    Homeরাজ্যহাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে ব্যহত হাওড়া-পূর্ব শাখার রেল পরিষেবা

    হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে ব্যহত হাওড়া-পূর্ব শাখার রেল পরিষেবা

    ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি হাওড়া-খড়গপুর শাখায়। সোমবার সপ্তাহের প্রথম দিনই সকালে টিকিয়াপাড়া স্টেশনের কাছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এর জেরে ওভারহেড তারও ছিঁড়ে যায়। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। হাওড়া ও সাঁতরাগাছির মধ্যে কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। যদিও দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে এর জেরে। ফলে সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা।আপ লাইন বন্ধ থাকায় ডাউন লাইনে ট্রেন চালানো হয়। ফলে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার জেরে একজোড়া পাঁশকুড়া লোকাল এবং তিনটি সাঁতরাগাছি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঘটনাস্থলে তড়িঘড়ি পাঠানো হয়েছে টাওয়ার ভ্যান। দ্রুতই ছেঁড়া তার সরিয়ে ক্ষতিগ্রস্থ ইঞ্জিনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য ইঞ্জিন এনে ফলকনুমা এক্সপ্রেস রওনা করিয়ে দেওয়া হয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments